Aiya Sofia

About us

History of Muslim ওয়েবসাইটটি মুসলিম উম্মাহর ইতিহাস ভিত্তিক ওয়েবসাইট। যার মূল উদ্দেশ্য মুসলিম উম্মাহর ইতিহাস-ঐতিহ্য ও স্থাপত্য নিয়ে কাজ করা।

ওয়েবসাইটে রয়েছে মুসলিম উম্মাহর বিষয়ভিত্তিক ইতিহাস এবং ইতিহাসের তারিখ নির্ভর ক্যালেন্ডার (এ ছাড়াও খ্রিষ্টাব্দ ও হিজরি সন ভিত্তিক ক্যালেন্ডার তৈরির কাজ চলছে)। আরও রয়েছে মুসলিমদের স্বর্ণযুগে সমাজব্যবস্থা, মুসলিম স্থাপত্য, মসজিদ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়, লাইব্রেরি, প্রযুক্তি, মুসলিম মনীষী ও মুসলিম বিজ্ঞানীদের নিয়ে জান-অজানা অসংখ্য ইতিহাস।

ওয়েবসাইটে তারিখ নির্ভর যে ক্যালেন্ডার রয়েছে তার প্রায় সবই নেওয়া হয়েছে ‘মাওলানা মুহাম্মাদ ইসমাইল রেহান’ সাহেবের লেখা ‘মুসলিম উম্মাহর ইতিহাস বিশ্বকোষ’ বই থেকে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে যেসব বই বা ওয়েবসাইটের সাহায্য নেয়া হয়েছে তা Books & References থেকে দেখে নিতে পারেন।

এখানে উল্লেখ্য যে, History of Muslim একটি অলাভজনক এবং অরাজনৈতিক ওয়েবসাইট। যার মূল উদ্দেশ্য মুসলিম উম্মাহর ইতিহাস নিয়ে কাজ করা। এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকিদা পোষণ করেন এবং ফিকহে হানাফির অনুসারী। পাশাপাশি অন্যান্য মাজহাব বা মতের প্রতিও শ্রদ্ধাশীল। এ ছাড়া আমরা কাদিয়ানিদের অমুসলিম মনে করি এবং শিয়াদের মধ্যে যেসকল দল ঈমানবিধ্বংসী আকিদা পোষণ করে তাদেরকেও আমরা অমুসলিম মনে করি।

ওয়েবসাইটে যেসব তথ্য সন্নিবেশিত হয়েছে তা থেকে পাঠকগণ গবেষণা, শিক্ষা বা সচেতনতার উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন। কিন্তু লিখিত অনুমতি ব্যতীত এর কোন অংশ মুদ্রণ, বই, ম্যাগাজিন বা পত্রিকায় প্রকাশ, অনুবাদ এবং কোনো ওয়েবসাইটে প্রকাশ নিষিদ্ধ।

ওয়েবসাইটের তথ্য মুসলিম উম্মাহর ইতিহাস পরিপূর্ণভাবে জানার জন্য যথেষ্ট না। আমরা চেষ্টা করছি ওয়েবসাইটে আরও নতুন নতুন বিষয় যুক্ত করার। আল্লাহ-ই তাওফিক দাতা।

প্রত্যেক মানুষেরই জ্ঞান সীমিত। তাই ভুল-ত্রুটি হওয়া অস্বাভাবিক কিছু না। যদি কারো চোখে কোন ভুল বা অসংগতি চোখে পড়ে, তাহলে আমাদেরকে জানানোর অনুরোধ রইল। আমাদের সাথে যোগাযোগ করুন এখানে। আপনাদের উপযুক্ত পরামর্শ সাদরে গ্রহন করা হবে ইনশাআল্লাহ।

এই কাজের সাথে জড়িত ব্যক্তিবর্গকে আল্লাহ তায়ালা উত্তম বিনিময় দান করুন এবং সকলকে দ্বীনের পথে কবুল করুন।
আমিন।

ওয়েবসাইটে যারা মেধা ও শ্রম দিয়েছেন তাঁদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন