Islamic historical Events Calender | Historyofmuslim.com

ফাতিমা রা.-এর জন্ম

ইসায়ী সনঃ এপ্রিল ৬০৪ ইসায়ী ।
মাক্কী সনঃ শাবান ।
হিজরী সনঃ রবিউল আউয়াল ।

বর্ণনাঃ নবীজি সা.-এর বয়স যখন ৩৪ বছর ১১ মাস তখন তার কনিষ্ঠা কন্যা ফাতিমা রা. জন্মগ্রহন করেন। তার উপাধি ছিল জাহরা ও বাতুল। তাকে বাতুল বলা হত একারনে যে তিনি সকল নারীদের চেয়ে গুনে ছিল স্বতন্ত্র। আর জ্যোতির্ময় জীবনের কারণে তাকে জাহরা বলা হত। তার সাথে আলি রা.-এর বিবাহ হয়েছিল।


মুসলিম উম্মাহর ইতিহাস বিশ্বকোষ, ১ম খন্ড, পৃষ্ঠাঃ ২০৪; ২য় খন্ড, পৃষ্ঠাঃ ১২১, ৪৯৩-৪৯৮

About us

Ihistory is a website for islamic history. It contains content about islamic history. There are islamic historical calender and many more. In islamic historical calender you can found what happend in islamic history on this day.